কুকুর ও মানুষের সম্পর্ক আজ থেকে নয় বহু প্রাচীনকাল থেকেই তারা আমাদের বন্ধু ও পরিবারের সদস্য তার প্রমাণ বহু প্রাচীন সভ্যতা গুলো দেয়। আজকের লেখাটি আমাদের ভারতের সভ্যতায় কুকুরের স্থান নিয়ে ছোট্ট লেখা।

নীচে যেই ছবি গুলো দেখতে পারছেন তার প্রথম দুটি হরপ্পা সভ্যতার, তার বহু সাইটে এরকম কুকুরের খেলনা পাওয়া যায় যা আনুমানিক ৫০০০-৪৫০০বছর আগের, যার থেকে প্রত্নতাত্ত্বিকদের মতে হরপ্পা সভ্যতায় কুকুর পোশা বেশ জনপ্রিয় ছিল তা অনুমান করা যায়। 
এ বাদে নীচের প্রথম ছবিটা মধ্য প্রদেশের ভিমবেটকার, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটি মানুষ গলায় দড়ি দিয়ে একটা কুকুর নিয়ে যাচ্ছে। দূর্ভাগ্যবসত আমরা প্রপার সময়কাল নির্ধারিত করতে পারি না এই রক আর্ট গুলোর তবে, ধরা হয় বেশ প্রাচীন এই ছবি গুলো আদি মানব দের সময়কার ছবি রয়েছে সেখানে যদি এই ছবিটির ও সেরকম বয়স হয়ে থাকে তবে ধরে নিন ৭০০০-৯০০০০ বছর আগেকার এই ছবি গুলো।

আর একদম নীচের শেষের ছবিটিতে দেখা যাচ্ছে সেটি আমাদের বাংলার একটি প্রত্নতাত্ত্বিক সাইট চন্দ্রকেতুগড় থেকে পাওয়া টেরাকোটা যাতে দেখা যাচ্ছে একটি পরিবারের পোষা কুকুর।

এতো গেলো কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবার আসি প্রাচীন গ্ৰন্থ ও শাস্ত্রের বর্ননাতে


Comments

Popular posts from this blog

Full analysis of child marriage and Pedophilia in Hinduism.

Mahabharat historicity

Do u believe in Rebirth ?