বিবর্তনবাদ (Evolution) এর কনসেপ্ট নিয়ে সব ধর্মেই সমস্যা। এবার কোনো ধর্মে সেটা একটা কম কোনোটাতে মারাত্মক বেশি। যেমন:-
খ্রিষ্টান:- মানুষ আদম আর ইভ থেকে এসেছে। বাইবেলের জেনেসিস অনুযায়ী গার্ডেন ও ইডেনের সেই ফল খাওয়ার জন্য তাদের সেখান থেকে বহিস্কার করা হয়। বলা হয় ভগবানের কথা অমান্য করে সেই ফল খাওয়ার তারা পাপ বহন করে (Original Sin) যেটা বংশবিস্তারের মাধ্যমে তাদের প্রজন্ম অর্থাৎ আজকের মানুষদের মধ্যেও সেই পাপ বহন হয়। এর থেকে উদ্ধারের রাস্তা যিশু কে নিজের Saviour হিসেবে গন্য করা। তার মাধ্যমেই সেই পাপ থেকে মানুষরা উদ্ধার হয়ে তাদের আত্মা Kingdom of heaven -এ প্রবেশ করতে পারে। ভালো কথা কিন্তু সমস্যা হচ্ছে যদি বিবর্তনবাদ সত্যি হয় তাহলে না কোনো আদম আর না কোনো ইভ থাকবে যার থেকে মানবজাতির সৃষ্টি। সেই অর্থে না কোনো original sin আর না যিশুর কোনো দরকার। এখানেই
Comments
Post a Comment