মনু স্মৃতি সম্পর্কে সামান্য কিছু কথা
হিন্দু ধর্ম গ্ৰন্থ মনু স্মৃতি খুবই একটি বিবাদিত শাস্ত্র। যদিও এই বিবাদের উৎসঃ খুব প্রাচীন নয়। আধুনিক সমাজ সংস্কারক তাদের হাত ধরেই এই গ্ৰনথে কে কেন্দ্র করে যত বিবাদ জন্ম বলা যায় প্রধানতঃ তার সুত্রপাত ডঃ বি. আর আম্বেদকর ২৫ ডিসেম্বর ১৯২৭, এই হিন্দু ধর্ম গ্ৰন্থ জ্বালিয়েছিলেন সকলের সামনে। তারপর থেকে বহু লোকেই সেইদিন মনু স্মৃতির জ্বালায়, প্রধানত আম্বেদকরবাদী ও বামপন্থী। কিছু বছর আগে রাজস্থান হাই কোর্টের সামনে মহর্ষি মনুর মূর্তি কিছু দুষ্কৃতীরা আক্রমণ করেছিল। সুতরাং মনু ও মনু স্মৃতির প্রতি ঘৃণা অতি স্পষ্ট। এবার মুল প্রশ্ন মনু স্মৃতিতে কি এমন আছে? যার জন্য এতো ঘৃণা ও বিবাদ সেটিকে ঘিরে? সংক্ষেপে বললে মনু স্মৃতির যত সমালোচনা তার কেন্দ্র দুটি বিষয়কে ঘিরে নারীবিদ্বেষ ও বর্ণ ব্যবস্থা(caste system) যা হিন্দু সমাজের কাঠামো বলা যায়, তাতে শূদ্র ও অনান্য তথাকথিত নিম্ন জাতি তাদের নিয়ে বিদ্বেষমূলক শ্লোক। যারা এই মনু নিয়ে বিবাদ গুলো করে তাদের আপনি জিজ্ঞেস করুন কি আছে মনু স্মৃতিতে কতবার তারা বই টা পড়েছে ? তারা কোনোদিনও খুলেও দেখেনি সম্ভবত অধিকাংশ লোকে, তোতা পড়ানোর মতো যা ওদের বাবারা শিখিয়েছে সেট...