Posts

Showing posts from September, 2025
আজকে দক্ষিণপন্থীদের খুবই প্রিয় একটা misquote করা গীতার শ্লোক নিয়ে আলোচনা করবো। আপনারা দিনরাত চিল্লান Academic Field—এ বামপন্থীদের দাপট। সেটা কেনো তার একটি উদাহরণ ও এখানে পাবেন। ভগবদ্গীতা ১৮ অধ্যায়, শ্লোক ৪১:— ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च परन्तप । कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणैः ॥ হে পরন্তপ (অর্জুন), ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের কর্মসমূহ তাদের স্বভাবজাত গুণ দ্বারা বিভক্ত হয়েছে। এই শ্লোকটি দক্ষিণপন্থী হিন্দুত্ববাদীরা প্রায় প্রচার করে যে এখানে ভগবান অর্জুনকে বলছে মানুষের কর্ম ও স্বভাব দ্বারা নাকি তার বর্ণ নির্ধারিত হয় জন্মগতভাবে নয়। কিন্তু দাঁড়ান মজার জিনিষ বলি স্বয়ং রামানুজাচার্য তাঁর গীতা ভাষ্যে এই শ্লোকটির বর্ননা করেছেন এই যে এখানে "কর্ম" বলতে "profession"-এর কথা বলছে না। এখানে আগের জন্মের কর্মের কথা বলা হয়েছে। অর্থাৎ সহজজ ভাষায় বললে আগের জন্মের কর্ম অনুযায়ী নির্দিষ্ট বর্ণে মানুষের জন্মগত স্বভাব নিয়ে জন্ম হয়।  এবার কেউ লাফিয়ে বলতে পারে এটাতো রামানুজাচার্যের নিজের ব্যাখ্যা হতে পারে। এটা শুধু রামানুজাচার্যের ব্যাখ্যা পারম্পারিক ...