আজকে হনুমান জয়ন্তী সেই সূত্রে আজ হনুমান সম্পর্কে এক অজানা তথ্য দেবো আপনাদের। তার সাথে বিধর্মীদের দ্বারা চালিত এক আরোপের খন্ডন করবো। বহু পুরাণে এই গল্পটি রয়েছে যে ভগবান বিষ্ণু যখন মোহিনী রূপ ধারণ করেছিলেন সেই সময় মহাদেব কামের বষিভূত হয়ে নিজের বীর্য ফেলে দিয়েছিলেন। এই কাহিনী নিয়ে বিধর্মীদের আরোপ এই যে :- "এই তোমাদের ভগবান ? নিজের কাম বাসনা সংযম করতে পারে না? এ কেমন ভগবান?" এবার সাধারণ সরল সাধাসিধে হিন্দুরা যারা শাস্ত্র সম্পর্কে অবগত নয় তারা সহজেই বিভ্রান্তির শিকার হয়। আরেক বেশী পাকা সমাজ হিন্দুদের মধ্যে রয়েছে যারা কিছু না জেনে না বুঝে পুরাণ শাস্ত্রকে প্রামাণ্য গ্রন্থ নয় বলে দেবে। তবে এই সকল বিভ্রান্তির সমাধানে আজকে এই লেখাটি। প্রথমত যারা বিন্দুমাত্র হিন্দু ধর্ম সম্পর্কে জানে তারা জানে ভগবান কোনো কিছুতেই বশিভূত হয়না যদি না সে নিজের ইচ্ছায় হতে চায়। আর তার ইচ্ছে ও লীলার পিছনে কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য থাকে। এই ক্ষেত্রে শিব পুরাণে বলা ভগবান সেই বীর্য থেকে হনুমানের জন্ম। ভগবান বিষ্ণু যখন কোনো লীলা করে ভগবান শিব ও সেই লীলায় ভগবানের সাহায্য করার জন্য অংশগ্রহণ করেন। ভ...
Posts
Showing posts from April, 2024