Posts

Showing posts from January, 2024

মহাভারতের ইতিহাস সম্পর্কে দৃষ্টিপাত (Incomplete; in progression)

Image
সূচীপত্র:- ১. ভারতের প্রাচীন ইতিহাসের ক্রোনোলজি  ২. প্রাচীন ইতিহাসের কিছু সমস্যা সম্পর্কে দৃষ্টিপাত। ৩. ভারতবর্ষের ইতিহাসের প্রামাণিক সোর্স ৪. মহাভারতের বংশাবলি  ২. বিভিন্ন পৌরাণিক গ্ৰন্থে মহাভারতের চরিত্রদের বংশাবলি উল্লেখ  ৩. বিভিন্ন বৈদিক শাস্ত্রে  মহাভারতের চরিত্রের নাম উল্লেখ ও ঘটনার বর্ণনা ৪. পুরাতাত্ত্বিক প্রমাণ ও নানা ইতিহাসবিদদের মতামত ৫. মহাভারতের বিকাশবাদ সম্পর্কে দৃষ্টিপাত ৬. লৌকিক বনাম অলৌকিক প্রসঙ্গ  ৭. ভারতীয়দের পারম্পরিক বিচার মহাভারত সম্পর্কে ৮. মহাভারতের ঐতিহাসিক কিছু উল্লেখ সম্পর্কে দৃষ্টিপাত ৯. উপসংহার  মহাভারতের ভূমিকা ভারতবর্ষের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, ধর্মের উপর কতটা সেটা আলাদা করে বলার কিছু নেই। হিন্দুদের দুটি বৃহৎ মহাকাব্য রয়েছে যার মধ্যে একটি রামায়ণ ও‌ আরেকটি মহাভারত। পারম্পরিক ভারতের ইতিহাসে এই দুটিকে "ইতিহাস" বলা হয়েছে। তবে সেই "ইতিহাস" বলতে যে আজকের দিনের history বলতে যা বুঝি সম্ভবত তা নয়। চানক্য নিজের অর্থশাস্ত্রে বলেছেন:- ইতিহাস মানে যেটা এই বিষয়ের উপর আধারিত– পুরাণ, ঐতিহাসিক ঘটনা, উদাহরণ ,গল্প, ধর্মশাস্ত্...